
বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের প্রিলিমিনারির পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাশ অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যাঁরা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ২১শে জুলাই অনুষ্ঠিত হয়ে থাকবে।
ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে।
পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষা আগামী ১৮ই আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব