ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সাড়ে ২৫ লাখ

দৈনিক স্লোগান, চাকরি

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডে বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ফিন্যান্স ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিয়ে থাকবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

পদেরনাম: ফিন্যান্স ম্যানেজার
পদসংখ্যা:
যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এফসিএ/সিএমএ/এসিসিএ ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি/এমকম ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কান্ট্রি লেভেল সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা রাখতে হবে। আন্তর্জাতিক সংস্থার ফিন্যান্স টিমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও দক্ষ হতে হবে। ফিন্যান্সিয়াল রিপোর্টিং টুলস এবং এমএস এক্সেলের কাজ জানতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণেরও মানসিকতা থাকতে হবে।

চাকরিরধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে মোট বেতন ২৫ লাখ ৫৭ হাজার ৬৬৩ টাকা।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা এবং বিমারও সুযোগ রয়েছে।

আবেদনযেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনেরশেষসময়: ১০ মে ২০২৩ পর্যন্ত ।

>>>  কেন ব্রিকসের সদস্য হতে পারেনি বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র সচিব

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :