ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

তারেক হাসান,  নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়। হতাহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এতে কমপক্ষ্যে ২০ জন নিহত এবং  ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

>>>  শিগগিরই ঢাকা সফরের আগ্রহ সৌদি যুবরাজ সালমানের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :