ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর আকার বাড়ানোর চেষ্টায় রাশিয়া

দৈনিক স্লোগান,আন্তর্জাতিক

রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করে চলেছে রাশিয়া। ১লা এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ লাখ ৪৭ হাজার রুশ তরুণকে সামরিক বাহিনীতে এক বছরের বাধ্যতামূলক যোগদানের একটি আদেশে সই করেছেন। ২০২২ সালের বসন্তকালীন মিলিটারি সার্ভিসের সময় এই সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার।

এ বছর তরুণদের কাছে সামরিক বাহিনীকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি বিজ্ঞাপনী প্রচারও চালিয়ে থাকে কর্তৃপক্ষ। কেবল বাধ্যতামূলক এক বছরই নয়, বরং সামরিক বাহিনীতে তাঁদের চুক্তিভিত্তিক যোগদানে আগ্রহী করে তোলাই এর মূল উদ্দেশ্য।

মার্কিন এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া প্রায় চার লাখ চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করে তাঁদের ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠাতে চাইছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ইউক্রেনে আরও বেশি সেনা নিয়োগ এবং মোতায়েনের পরিকল্পনাকে গুজব বলে উড়িয়ে দেয়।

রুশ সেনাবাহিনীর সেনা মোতায়েন বিভাগের প্রধান ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেছেন, ‘আমাদের নতুন করে আরও সেনা পাঠানোর পরিকল্পনা কোন নেই। যাদের এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা স্বেচ্ছায় বিশেষ অভিযানে গেছে, তারাই এর জন্য যথেষ্ট।’

নোভোসিবিরস্কের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক সের্গেই চেরনিশভ জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তারা স্কুলের ছাত্রদের মধ্যে প্রচারের জন্য সামরিক বাহিনীতে যোগদানের বিজ্ঞাপন পাঠিয়েছেন। চেরনিশভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারপত্রকে শেয়ার করেছেন। প্রচারপত্রে তরুণেরা রুশ সামরিক বাহিনীতে যোগ দিলে কি ধরনের সুবিধা পাবেন, তার বর্ণনাও দেওয়া হয়েছে।

নিয়োগের এই প্রক্রিয়া সম্পর্কে চেরনিশভ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সরকারি কর্মকর্তারা আমার মতে এই বিপণন প্রচারণার জন্য ভুল লক্ষ্যকে বাছাই করে নিয়েছে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে সামরিক সেবা দিয়ে থাকবে। তাদের পড়াশোনা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে বলাটা হচ্ছে পাগলামি।’

>>>  আফগানিস্তানকে বিদায় জানাচ্ছে জাতিসংঘ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :