
আবারো বিতর্কে জড়িয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উড্স। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন সাবেক বান্ধবী এরিকা হারম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে ৩০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে একটি মামলাও করেছেন এরিকা।
এরিকার অভিযোগ, তিনি যখন দক্ষিণ ফ্লোরিডায় টাইগার উড্সের রেস্টুরেন্টে কর্মচারী ছিলেন সেই সময়ে তার সাথে যৌন সম্পর্ক হয় উড্সের। তারপর তাকে একটি চুক্তিতে সই করিয়ে নিয়েছিলেন টাইগার। তাদের যৌন সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, তাই একটি গোপনীয়তা রক্ষার চুক্তি (এনডিএ) করেন উড্স। এই চুক্তি না করলে এরিকাকে সেই রেস্টুরেন্ট থেকে নাকি চাকরি হারাতে হতো।
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডায় একই বাড়িতে থাকতেন উড্স-হরম্যান। গত বছরই দু’জনের বিচ্ছেদ হয়। হারম্যানের আইনজীবী বেঞ্জামিন হোডাস লিখেছেন, ‘উড্স ছিলেন হরম্যানের বস। কোনো মালিক যদি যৌন সম্পর্কের জন্য কর্মচারীর উপরে বিভিন্ন রকম কাজের শর্ত আরোপ করে থাকেন, তাহলে সেটা যৌন হেনস্থা।’
হোডাসের নথিতে আরো বলা হয়েছে, ‘টাইগার উড্স আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত একজন খেলোয়াড়। তিনি ক্রীড়াজগতে খুব শক্তিশালী একজন চরিত্র। তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন ও এরপরে জোর করেন তার কর্মচারীকে এনডিএ সই করার জন্য। না হলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে। যখন তিনি তাদের যৌন সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন, এরিকাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। এমনকি তাকে আটকেও রাখেন, তার অর্থ এবং পোষ্যদের নিয়ে নেন ও ভিন্ন একটি এনডিএ সই করানোর চেষ্টাও করেন।’
এই বিষয়ে টাইগার উড্সের কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো। তবে উড্সের আইনজীবীরাও পাল্টা পিটিশন করতে চলেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব