থুয়ানিয়াতে ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফরের আগে ইউক্রেন সামরিক জোটে সদস্য পদ পাওয়ার জন্য জোর দিয়ে চলছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মাসে যুক্তরাজ্য হয়ে লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং ফিনল্যান্ডে বৈঠকের জন্য ইউরোপে কূটনৈতিক সফর করে থাকবেন।
আজ(২জুলাই) রবিবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকের জন্য ৯ জুলাই রওনা হবেন। এরপর তিনি মার্কিন-নর্ডিক নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য হেলসিঙ্কি যাবেন ও ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
ইউরোপ সফরে বাইডেন ন্যাটো সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে, জোটটি আসন্ন শীর্ষ সম্মেলনে ইউক্রেনের সদস্য পদ পাওয়ার চেষ্টা মোকাবেলার বিষয়ে প্রায় ঐকমত্য রয়েছে। কারণ পূর্ব ইউরোপীয় দেশটি পশ্চিমা দেশগুলোর সমর্থনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে।
এই ছাড়াও হোয়াইট হাউস ভিলনিয়াসে আলোচনার আগে ওয়াশিংটনে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন কে স্বাগত জানিয়ে থাকবে।
জোটে যোগদানের জন্য স্টকহোমের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলার জন্যই তার এই সফর।
রাশিয়া ইউক্রেন আক্রমণের তিন মাস পর সুইডেন ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। কিন্তু দেশটির সদস্য পদ বিড তুরস্ক এবং হাঙ্গেরি অবরুদ্ধ করে, যা ৩১টি সদস্য রাষ্ট্রের অনুমোদিত হতে হবে।
অন্যদিকে তুরস্ক এবং সুইডেনের শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার ক্রিস্টারসনের হোয়াইট হাউস সফরের পরদিন ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে জোটে যোগদানের জন্য স্টকহোমের বিড নিয়ে আলোচনার জন্য মিলিত হবেন।
উল্লেখ্য, তুরস্ক বছরের শুরুতে সুইডেনের নর্ডিক প্রতিবেশী ফিনল্যান্ডের যোগদানে আপত্তি তুলেছিল ও হেলসিঙ্কি এপ্রিলে ন্যাটোর সদস্য হয়েছিল।
সূত্র : এএফপি






