ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

দৈনিক স্লোগান , আন্তর্জাতিক

প্রায় ৭০ বছরের মধ্যে দেশের প্রথম রাজ্যাভিষেকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস রানি ক্যামিলার সাথে মুকুট পরেছেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শনিবার তাদের মুকুট পরানো হয়েছে, যা ১০৬৬ সাল থেকে ব্রিটেনে প্রায় এক সহস্রাব্দ ধরেই রাজ্যাভিষেকের স্থান।

চার্চ অব ইংল্যান্ডের জ্যেষ্ঠ বিশপ ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেকে চার্লসকে ঐতিহাসিক সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি ৪০তম ব্রিটিশ রাজা হিসেবে ঐতিহ্যগত শপথ গ্রহণ করেছেন। রানি ক্যামিলা রানি মেরির মুকুটের একটি পরিবর্তিত সংস্করণ পরেছেন।

চার্লস গত সেপ্টেম্বরে দীর্ঘকালের রাজত্বকারী তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেছেন।

অনুষ্ঠানে চার্লসকে তার ধর্মীয় এবং নৈতিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী সার্বভৌম রাজদণ্ড ও গোলক প্রদান করা হয়। চার্লস ন্যায়বিচার ও করুণার সঙ্গে জনগণকে শাসন করতে এবং আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত গির্জাগুলোকে সমুন্নত রাখার জন্য একটি বিশেষ বাইবেলে হাত রেখে শপথও নিয়েছেন।

এই সময় বাদ্যযন্ত্র ও অ্যাবে বেল বাজানো হয়। এই ছাড়া হর্স গার্ডস প্যারেডে অবস্থানরত কিংস ট্রুপ রয়্যাল হর্স আর্টিলারি বন্দুক দিয়ে স্যালুটও দেয়া হয়।

এই দৃশ্য প্রত্যক্ষ করতে রাস্তায় নেমে আসা লক্ষাধিক লোকের পাশাপাশি রাজপরিবারের সদস্যরা, ২০৩টি দেশের প্রতিনিধি, প্রায় ১০০ জন রাষ্ট্রপ্রধানসহ দুই হাজার ২০০-এরও বেশি বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

>>>  তেলের মূল্য নিয়ে পুতিনের নতুন ডিক্রি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :