
ভারতের গুজরাটে গুলিবিদ্ধ হয়ে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের (আইআরবি) দুই জওয়ান নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় পোরবন্দর জেলায় এ ঘটনা ঘটে। এ সময় সহকর্মীর ছোড়া গুলিতে আধাসামরিক বাহিনীটির আরও দুইজন আহত হন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
আগামী মাসে গুজরাটে বিধানসভা নির্বাচন। নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পোরবন্দরের নির্বাচন কর্মকর্তা এ এম শর্মা জানান, মণিপুর থেকে আধাসামরিক বাহিনীর ওই জওয়ানদের মোতায়েন করা হয়। জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরের একটি গ্রামে সাইক্লোন শেল্টারে তাদের ক্যাম্প।
ওই নির্বাচন কর্মকর্তা বলেন, এক জওয়ান তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। তবে ওই জওয়ান কেন গুলি ছোড়েন তার কারণ জানা যায়নি। এ নিয়ে পুলিশ তদন্ত করছে।
এ এম শর্মা আরও জানান, আহতদের এক জনের পেটে এবং অন্য জনের পায়ে গুলি লেগেছে। তাদের জামনগর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এস ইনাউচা সিংহ নামে এক কনস্টেবল একে ৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত দুইজনের নাম থোইবা সিংহ ও জিতেন্দ্র সিংহ। আহতরা হলেন কনস্টেবল চোরাজিৎ ও রোহিকানা। তারা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা।
পোরবন্দরে প্রথম পর্যায়ের ভোট হবে ১ ডিসেম্বর। পরবর্তী পর্যায়ের ভোট ৫ ডিসেম্বর। ভোটের ফলাফল জানা যাবে ৮ ডিসেম্বর।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব