ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চীনের সাথে পাকিস্তানের চুক্তি

নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়তে চীনের সাথে ৪৮০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে পাকিস্তান। ১ হাজার ২০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গত মঙ্গলবার এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে।

পাঞ্জাব প্রদেশে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন এবং পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খুব দ্রুতই এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করা হবে। চীনের কাছ থেকে এই বিনিয়োগ আসবে। নতুন এই বিনিয়োগের জন্য চীনের ভূয়সী প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।

এই বিদ্যুৎকেন্দ্র ছাড়াও পাকিস্তানের ছয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। সর্বশেষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে শুরু করেছে দুই বছর আগে। দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা রয়েছে ১ হাজার ৪০০ মেগাওয়াট।

>>>  এশিয়া কাপ : তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :