ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে জঙ্গি হামলায় ব্রিগেডিয়ারসহ নিহত ৫

দৈনিক শ্লোগান, আন্তর্জাতিক

পাকিস্তানে আলাদা দুইটি হামলার ঘটনায় ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান জেলায় এই ঘটনা ঘটেছে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে যে , দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সাথে গোলাগুলির সময় সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বার্কি ও তার গাড়ি চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৭ জন সেনা সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে দুই জনের অবস্থাও সঙ্কটজনক। 

পুলিশ জানিয়েছে, ব্রিগেডিয়ার বার্কি আঙ্গুর আদা থেকে ওয়ানা যাওয়ার সময় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আফগানিস্তানের সীমান্তবর্তী খামরাঙ্গ এলাকায় তাদের উপর চোরাগোপ্তা হামলা হয়েছে।

কোনো গোষ্ঠী এ হামলার জন্য দায় স্বীকার করেনি, জানিয়েছে ডন অনলাইন।

এর আগে একইদিন ভোররাতে ডেরা ইসমাইল খান জেলার খুট্টি এলাকায় পুলিশের একটি চেকপয়েন্টে জঙ্গিরা গুলিবর্ষণ করেছে, নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়েছিল। এক পর্যায়ে সাগ্গু এলাকায় পলায়নপর জঙ্গিদের তারা বাধা দেয়েছিল। এই সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এখানে তীব্র বন্দুক লড়াইয়ে তিন সেনা ও তিন জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও প্রচুর গুলি জব্দ করা হয়েছে বলে জানায় তারা। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।   

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তিন মাসে ৬৯২১টি অভিযান চালিয়ে অন্তত ১৪২ জন জঙ্গিকে হত্যা ও ১০০৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

ব্রিগেডিয়ার মুস্তাফা কামাল বুর্কির মৃত্যুর খবরে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাত্যন প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান।   

>>>  র‍্যাবের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :