ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে জঙ্গিদের, ৬ সেনা নিহত

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক



পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার দির দুনি এলাকায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় ছয় জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক শাখা এই তথ্য জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) এক বিবৃতি থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ত্রাসবাদী ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়ে থাকে। এই সময় তিন জঙ্গি নিহত এবং আরো দুজন আহত হয়েছে। তবে তীব্র গোলাগুলির সময় ছয় সেনা নিহত হন। নিহতরা হলেন হাবিলদার সেলিম খান (৩৬), নায়েক জাভেদ আকবাল (৩৭), সিপাহি নাজির খান (২৬), সিপাহি হযরত বিলাল (২৫), সিপাহি সৈয়দ রজব হোসেন (২২) এবং সিপাহি বিসমিল্লাহ জান (২২)।

আইএসপিআর বলেছে, যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে কাজ করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। সেনাদের এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরো শক্তিশালী করে।

দেশজুড়ে, বিশেষ করে খাইবারপাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধির মধ্যে এই আক্রমণটি হয়। কারণ নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করেছে ৷

আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত মাসে বলেছিলেন, গত এক বছরে ৪৩৬ সন্ত্রাসী ঘটনায় কমপক্ষে ২৯৩ জন নিহত এবং ৫২১ জন আহত হয়েছে।

>>>  নড়াইলের অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :