ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টানা তিন রাত কিয়েভে রাশিয়ার হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে টানা তিন রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরের এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ভোরবেলা বিস্ফোরণের পর— রাজধানী শহরের সোলোমায়ানস্কি, শেভচেনকিভস্কি, পোদিলস্কি ও দ্রান্তস্কি বিভাগে জরুরি পরিষেবার কর্মীদের পাঠানো হয়।

ড্রোন হামলায় একজন নিহত হওয়ার ব্যাপারে ক্লিচকো বলেছেন, ‘পোদিলস্কি বিভাগে, একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন নেভানোর সময়, মৃত এক ব্যক্তির দেহ পাওয়া যায়।’

অপরদিকে কিয়েভের সামরিক প্রশাসন জানায় যে , বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ধ্বংস করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ সোলোমায়ানস্কি বিভাগে আঘাত হানে। এতে অন্তত দুইজন আহত হয়ে থাকে। এছাড়া শেভচেনকিভস্কি এবং দ্রান্তস্কিকে ড্রোনের ধ্বংসবাশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো।

কিয়েভ সামরিক প্রশাসন, উঁচু একটি ভবনের ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ওই ভবনের একটি রুমের দেয়ালের আংশিক ভেঙ্গে পড়েছে।

সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো টেলিগ্রাম অ্যাপে দেওয়া পোস্টে জানিয়েছেন দ্রানস্কিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুজন আহত হয়েছেন।

অপরদিকে ইউক্রেনের বিমানবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে যে, কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার হুমকি এখনো রয়ে গেছে।

রাজধানী কিয়েভ ছাড়াও পূর্বের কেমেলেতস্কি, দক্ষিণের মাইকোলাইভ ও দক্ষিণপূর্ব দিকের জাপোরিঝিয়াসহ ইউক্রেনের অন্যান্য স্থানে বিস্ফোরণ এর শব্দ পাওয়া গেছে।

>>>  ইউক্রেনকে সাহায্যের পর্যাপ্ত অর্থ নেই যুক্তরাষ্ট্রের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :