ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১ মাসের সভাপতি হল ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব পেল ভারত। তবে এ দায়িত্বের মেয়াদকাল ১ মাস। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সদস্য রুচিরা কাম্বোজ। ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের চেয়ারে বসবেন রুচিরা। আর তিনিই হলেন জাতিসংঘে ভারতের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি। আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের মেয়াদও শেষ হতে যাচ্ছে।

তথ্যসূত্রে জানা যায় এই একমাসে সন্ত্রাসবিরোধিতা ও বহুপাক্ষিক অবস্থান নিয়ে ইভেন্টের আয়োজন করা হবে। রুচিরা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনও করেন। সেখানেই তাকে ভারতের গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়।
রুচিরার দাবি, ভারতে গণতন্ত্রের সবকটি স্তম্ভ অটুট। আইনসভা, প্রশাসন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম সবাই স্বাধীনভাবে কাজ করে। সেই সঙ্গে আমাদের একটা শক্তিশালী সামাজিকমাধ্যম আছে। রুচিরা বলেন, প্রতি পাঁচ বছরে আমরা বিশ্বের সবচেয়ে বড় ভোটপর্ব সাফল্যের সঙ্গে আয়োজন করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো কথা বলতে পারেন। এভাবেই আমাদের গণতন্ত্র চলে। এটা আমার আমার কথা নয়, অন্যরা বলছেন।

>>>  ভারতে ট্রেন দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ২৮০

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :