
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাঁকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগকে ‘বানোয়াট’ বলে মন্তব্য করেছেন ইমরান খান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথাই বলেছেন ইমরান খান। গতকাল মঙ্গলবার বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় ইমরানের বাড়িতে তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। এ সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।
বাড়িতে অবস্থান করলেও সংঘর্ষের জেরে ইমরান খানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর ইমরান খানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে আল-জাজিরা। কর্মী-সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দেয়েছেন ইমরান খান।
সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আইন অনুযায়ী ১৮ই মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি একটি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবে।’
ইমরানকে গ্রেপ্তার করতে না পেরে তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। এ ব্যাপারে ইমরান খান বলেন, ‘বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।’
প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে এসে পৌঁছায়।
তখন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা নিয়ে নানা নাটকীয়তা চলছে। চলছে রাজনৈতিক উত্তেজনা; যদিও এই অভিযোগের বিষয়ে ইমরান খান আল-জাজিরার সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা পুরোপুরি বানোয়াট অভিযোগ' তার বিরুদ্ধে।
পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর কর্মী-সমর্থকদের বার্তা দিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইমরান খান। ভিডিও বার্তায় তিনি তাঁর কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে এর প্রতিবাদ করার আহ্বান জানান। ইমরানের আহ্বানের পর ইসলামাবাদ, লাহোর, করাচি ও পেশোয়ারে ইমরানের সমর্থকেরা রাস্তায় আন্দোলনে নামেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব