ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্রিমিয়ায় রুশ গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা

দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা করা হয়েছে।

সোমবার( ২৪ জুলাই) ভোরে ক্রিমিয়ার ঝানকোইতে এই ড্রোন হামলায় গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। খবর: রয়টার্স।

এই সময় ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী । এবং এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ওই এলাকার কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেমন  কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পর ঘটনাস্থল থেকে আশেপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষকে সরিয়ে নিতে উদ্যোগে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সড়ক এবং রেল চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে, ওই গোলাবারুদ ডিপোতে সরাসরি ড্রোন হামলা হয়েছে, নাকি ড্রোনের ধ্বংসাবশেষের বিস্ফোরণ হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

তিনদিনের মধ্যে ক্রিমিয়ায় এই নিয়ে দ্বিতীয় হামলা। শনিবারও একটি ড্রোন মধ্য ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছিলেন ক্রিমিয়ার গভর্নর।

ইউক্রেন পাল্টা আক্রমণের ঘোষণা দেবার পর ক্রিমিয়ায় এই ধরনের হামলার ঘটনা বেড়েছে ও এসব হামলার জন্য জেলেনস্কির বাহিনীকেই দায়ী করে আসছে ক্রেমলিন প্রশাসন।

>>>  শ্রম অধিকার লংঘনে নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :