ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইমরানের দলকে নিষিদ্ধের কথা ভাবছে সরকার

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে পারে সরকার। গতকাল বুধবার এই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার বিষয়টি পার্লামেন্টে তুলবে। ৯ মে ইমরান খানকে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করে পিটিআই সমর্থকরা।

একসময় বিক্ষোভ প্রাণঘাতী হয়ে ওঠে। একসময় সরকারি-বেসরকারি সম্পত্তির পাশাপাশি সামরিক ভবনেও হামলা চালানো হয়। লাহোরের জিন্নাহ হাউসেও হামলা চালায় পিটিআই এর  সমর্থকরা।

খাজা আসিফ বলেছেন, পিটিআই রাষ্ট্রের মূল ভিত্তিগুলোতে হামলা চালিয়েছে।

যা আগে কখনো হয়নি। এটা সহ্য করা হবে না। এমন কোনো অপরাধ কি বাকি ছিল যা সেদিন (ইমরানকে গ্রেপ্তারের দিন) করা হয়নি? ৯ মে বিক্ষোভ এবং বিভিন্ন হামলায় অংশ নেওয়া ‘দুষ্কৃতকারীদের’ ভিন্ন উদ্দেশ্য ছিল বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, ‘পিটিআই রাষ্ট্রের রিটকে চ্যালেঞ্জ করেছে।এমন ঘৃণ্য উচ্চাকাঙ্ক্ষা কেবল একজন ভারতীয়দেরই হতে পারে, পাকিস্তানির নয়।’ 

তিনি বলেন, ইমরান খান যা করেছেন তা ‘ভারতে উদযাপন’ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘অনাস্থা ভোটে হারার পর থেকে ইমরান খানের নিজের পদক্ষেপই তাঁর এমন অবস্থার জন্য দায়ী। আমরা তাঁর কোনো প্রকার ক্ষতি করিনি। তিনি তাঁর নিজের জন্যই এমন কষ্ট ভোগ করছেন।

’ তিনি বলেন, ৯ মে হামলার ঘটনায় যে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল তার সব প্রমাণ আছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছিল। সহিংসতার ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা আক্রমণগুলো পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছে। তিনি বলেন, সামরিক স্থাপনায় হামলাই ছিল ইমরান খানের শেষ উপায়। 

সূত্র : জিও নিউজ

>>>  আগামী সপ্তাহে হানতে পারে কালবৈশাখী ঝড়

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :