ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে বিস্ফোরণ, আহত১৬

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক



আফগানিস্তানের উত্তরে বাঘলান প্রদেশে শনিবার একটি ভারি বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। 

কর্মকর্তারা জানান, দেশটির উত্তরে বাঘলান প্রদেশের পোল-খোমরি শহরে এক বিস্ফোরণের আঘাতে ১৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষ বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ও কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

ইতিমধ্যে দেশটিতে একই ধরনের ঘটনা ঘটেছে ও দায়েশ এর আগে দায় স্বীকার করেছে। আইএস-খোরাসান বর্তমান নেতৃত্বাধীন তালেবান সরকারের প্রধান প্রতিপক্ষ। তারা তালেবান সদস্য, বিদেশি নাগরিক এবং দেশের সাধারণ মানুষকে হত্যা করছে।

আফগানিস্তানে নিরাপত্তা আছে বলে বর্তমান সরকারের দাবি সত্ত্বেও সরকার এখনো নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাচ্ছে। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে চরমপন্থী দায়েশ গোষ্ঠী দেশের বেশ কয়েকটি স্থানে, বিশেষ করে কাবুল শহরে সহিংসভাবে হামলা চালিয়ে যাচ্ছে। 

সম্প্রতি দেশটি থেকে জঙ্গিদের নির্মূল করতে তালেবান বাহিনী দেশটিতে গোষ্ঠীটির আস্তানার বিরুদ্ধে তাদের অভিযান বাড়িয়েছে।

সূত্র : খামা প্রেস

>>>  স্থানীয় মুদ্রা ব্যবহারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের চুক্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :