ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্ট ফোনের ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ার ৪ কারণ

দৈনিক স্লোগান, প্রযুক্তি


সাধারণ কিছু ভুলের কারণে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। এসব ভুলের বেশির ভাগই খুব সাধারণ ও অনেকেই তা না জেনে করে থাকেন। ফলে পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায়। যেসব কারণে ব্যাটারির কার্যকারিতা কমে যায় তা এক নজরে দেখে নেওয়া যাক—

স্মার্টফোনচার্জকরারপদ্ধতি

সঠিক পদ্ধতিতে স্মার্টফোন চার্জ না করলে ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। বেশির ভাগ ব্যবহারকারীই সারা রাত ধরে স্মার্টফোন চার্জ করে থাকেন। কেউ আবার স্মার্টফোনের ব্যাটারির চার্জ পুরো শেষ হওয়ার পর চার্জ করে থাকেন। এমনকি চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় কাজও করেন অনেকে। এই সব কারণে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে অনেক কমে যায়। সমস্যা সমাধানে স্মার্টফোনের চার্জ সব সময় ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখতে হবে। অর্থাৎ স্মার্টফোনের চার্জ ২০ শতাংশ থাকা অবস্থায় চার্জ করতে হবে এবং ৮০ শতাংশের বেশি থাকলেই চার্জ বন্ধ করতে হবে।

রোদেদীর্ঘসময়স্মার্টফোনব্যবহার

সরাসরি সূর্যের আলো বা রোদের মধ্যে স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই। কেউ আবার রোদের মধ্যে ফোন রেখে খেলাধুলা বা বিভিন্ন কাজ করে থাকেন। এতে স্মার্টফোন গরম হয়ে ব্যাটারির স্থায়ী ক্ষতি হতে পারে। আর তাই সূর্যের আলোতে স্মার্টফোন ব্যবহারের সময় অতিরিক্ত গরম হলে অবশ্যই সতর্ক থাকতে হবে।

ব্যাটারিগরমহওয়ারপরওস্মার্টফোনব্যবহার

স্মার্টফোনের ব্যাটারি বিভিন্ন কারণেই গরম হতে পারে। যেই কারণেই গরম হোক না কেন, এতে ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে থাকে। আর তাই ব্যাটারি গরম হলে স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে পর্দার উজ্জ্বলতা কমিয়ে স্মার্টফোন ব্যবহার করতে হবে।

চার্জিংপোর্টেময়লা

স্মার্টফোনের চার্জিং পোর্টে ময়লা থাকলে চার্জ করার সময় ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় বা চার্জ হয় না। ফলে ধীরে ধীরে ব্যাটারির কার্যকারিতা অনেক কমে যায়। কিন্তু এই বিষয়ে বেশির ভাগ ব্যবহারকারীই সচেতন থাকে না। সমস্যা সমাধানে কিছুদিন পরপর টুথপিক ও পরিষ্কার কাপড় দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে।





>>>  ভারতে প্রথম কেবল ভিত্তিক রেল সেতু প্রস্তুত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :