ফেসবুকের প্রধান কোম্পানি মেটা এর কর্মীদের ওপর একটি জরিপ পরিচালনা করা হয়েছে। যেখানে ২৬ শতাংশ কর্মীরা মার্ক জাকারবার্গেল নেতৃত্বের সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরে মেটার কর্মী ছাঁটাই, বাজেট কমানো ও নিয়ম পরিবর্তনের কারণে অনেক কর্মী অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। এর অন্যতম কারণ মেটার অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধশালী করা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা। এজন্য প্রতিষ্ঠানটি কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট বন্ধ করে দিয়ে থাকে। এছাড়া করোনা পরিবর্তী সময় বিজ্ঞানের পরিমান কমে যাওয়া ও বিজ্ঞাপনের দাম বেড়ে যাওয়ার কারণে মেটা খারাপ সময় পার করছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাক জাকারবার্গ বৃহস্পতিবার মেটার কর্মীদের সাথে মিটিং করেছেন। যেখানে তিনি প্রতিষ্ঠানের রোডম্যাপ তুলে ধরেন। ওই মিটিংয়ে তিনি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া নতুন নতুন টুলস ব্যবহার করার ওপরও গুরুত্ব আরোপ করে থাকেন।
মার্ক জাকারবার্গ বলেন, প্রযুক্তি জগতে আমরা কোটি কোটি মানুষের জন্য নতুন কিছু ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যা অন্যরা এখন করছে না।
গত কয়েক সপ্তাহ আগে জাকারবার্গ বলেন, ভবিষ্যত টেকসই লক্ষ্যমাত্র নিয়ে আমরা এগিয়ে চলছি। এজন্য আমলাতান্ত্রিক জটিলতাও শিথিল করা হয়েছে। আমাদের জন্য কঠিন ছিল কর্মী ছাঁটাই করার বিষয়টি। যদি আমরা এই কাজ না করি তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব না।
নতুন করে কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই মেটার। প্রতিষ্ঠানটি এখন নতুন নতুন পরিকল্পনার মাধ্যম দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়।





