ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও গাজায় যুদ্ধবিরতিতে অসম্মতি জানিয়েছেন। তিনি বলেছেন, হামাস গাজায় বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না। তবে জনগণের চলাচল ও সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ‘কৌশলগত সামান্য বিরতির’ ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।
স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু এবিসি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের জিম্মিদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, সাধারণ যুদ্ধবিরতি হবে না।
যতদূর সম্ভব তা হলো কৌশলগত সামান্য বিরতি। এখানে এক ঘণ্টা, সেখানে এক ঘণ্টা।’ তিনি আরো বলেন, ‘আমরা মানবিক পণ্যের প্রবেশ বা জিম্মিদের ছেড়ে দেওয়াসহ সব পরিস্থিতি পর্যবেক্ষণ করব। তবে আমি মনে করি না সাধারণ যুদ্ধবিরতি হবে।
গাজায় বোমাবর্ষণ বন্ধের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। ঠিক তখনই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য নেতানিয়াহুকে চাপ দিয়েছে। তবে পূর্ণ যুদ্ধবিরতির পক্ষে একমত নয় যুক্তরাষ্ট্র।
সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা জর্দানের সাথে কথা বলেছে, যাতে ছিটমহলে জর্দানের একটি ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সরবরাহ ও খাবার পাঠানো হয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মাসব্যাপী যুদ্ধে গাজায় চার হাজার ৪০০-র বেশি শিশুসহ অন্তত ১০ হাজার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার নেতানিয়াহু জানিয়েছেন, বেসামরিকদের জীবন চলে যাওয়া একটি ট্র্যাজেডি। কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা মৃতের সংখ্যার প্রতি সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এই সংখ্যার মধ্যে কয়েক হাজার ফিলিস্তিনি যোদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে ও হামাস গাজার জনসংখ্যাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। নেতানিয়াহু আরো বলেন, ‘যুদ্ধের অনেক পরে ইসরায়েল গাজার নিরাপত্তার বিষয়টি পরিচালনা করবে।
আমি মনে করি ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কারণ আমরা দেখেছি যখন আমরা নিরাপত্তার দায়িত্বে থাকি না তখন কী হয়। হামাস এই ধরনের সন্ত্রাসী হামলা চালাবে আমরা তা কল্পনাও করতে পারিনি।’
সূত্র : আলজাজিরা