সারাদেশের মতো ঢাকা জেলায় আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন জেলার ৫ লক্ষ ১২ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা সিভিল সার্জনের কার্যালয় ।
সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন ঢাকার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মহসীন মিয়ার সমন্বয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের ডা. রেজওয়ানা।
সোমবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঢাকা জেলায় (মহানগর এলাকা ব্যতিত) নীল রঙের ক্যাপসুল খাবে ৬৬ হাজার ২৬৬ জন শিশু এবং এবং লাল রঙের ক্যাপসুল খাবে ৪ লক্ষ ৪৬ হাজার ১৮০ জন শিশু। জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট টিকা কেন্দ্র থাকবে ১ হাজার ৭৪২টি।
এবার ঢাকা জেলার ধামরাই,সাভার,কেরাণীগঞ্জ, নওয়াবগঞ্জ, দোহার এই পাঁচটি উপজেলাসহ সভার পৌরসভা এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবগত করেন ঢাকার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসেরে পরিচালক কাজী গোলাম আহাদ।
ঢাকার সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান জানান সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ২৩৩ জন সরকারি কর্মচারী ও ৩৮৮৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।
আরো জানানো হয়,যদি কোনো শিশু কোনো কারণে নির্দিষ্ট দিনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তবে পরবর্তীতে নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করে সেই শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে। ক্যাম্পেইনের পর ১৫ দিন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল টিকা কেন্দ্রে পাওয়া যাবে।






