ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সহকর্মী হিসেবে তমা মির্জা কে নিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে আফরান নিশোর

আফরান নিশো ও তমা মির্জা
নিশো ও তমা

আলফা আই স্টুডিওজ লিমিটেড এর প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে নতুন সিনেমা। চরকিও যৌথ প্রযোজনায় থাকছে সিনেমাটির। আর এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নিশোর। নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় সহকর্মী হিসেবে থাকছে হালের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ নামের এই সিনেমাটির স্যুটিং দ্রুতই শুরু হবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তি পাবে।  

সিনেমাটি সম্পর্কে নিশো বলেন, ‘আমরা ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হইনি। বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি একটা ভালো কাজ করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ একসঙ্গে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি। বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে, তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম। প্রথম অঙ্কটা মেলাতে চাই এভাবে—আমি, প্রথম আলফা আই, চরকি, রাফী, তমা সবাই একত্র হয়েছি বড় পর্দার জন্য।’

সিনেমা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘করোনার পরে আবার বড় পর্দার জন্য কাজ করতে যাওয়াটা আনন্দের। সেই সঙ্গে আমার সব থেকে কাছের মানুষ ও বন্ধু রাফীর সঙ্গে কাজ করতে যাওয়াটাও আমার প্রাপ্তি। আমি এক্সাইটেডও এটা নিয়ে। আর শুধু তো রাফী, আমি না; নিশো ভাইয়ের মতো সহশিল্পী—এটা চিন্তাই করা যায় না। অনেকের স্বপ্ন থাকে নিশো ভাইয়ের সঙ্গে কাজ করার। তাঁর প্রথম সিনেমাতে তাঁর পর্দা ভাগাভাগি করা, আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ।’

আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ আমার জন্য একটা বড় ঘটনা। রায়হান রাফীর পরিচালনা, নিশোর প্রথম সিনেমা, সেই সঙ্গে তমা মির্জা—দুর্দান্ত একটা প্যাকেজ হবে সিনেমাটি। দর্শকেরও উত্তেজনা তুঙ্গে থাকবে। কারণ, অনেকগুলো ব্যাপার একসঙ্গে ঘটতে যাচ্ছে। আমি তো উত্তেজিত, এর পাশাপাশি দায়িত্ব বেশি মনে হচ্ছে। সব মিলিয়ে সিনেমাটা ঠিকঠাক তৈরি করা এবং দর্শকের কাছে পৌঁছে দেওয়া একটা দায়িত্বের জায়গায় চলে গেছে।’

>>>  ৯বিয়ে করেও খুশি নন আর্থার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :