বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রায়ই নিজের কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সাথে কাঁদা ছোড়াছুড়ি, কখনও বা পাকিস্তানি বোলার নাসিম শাহকে নিয়ে বিতর্ক। উর্বশী নিয়মিত থাকেন শিরোনামের পাতায়।
তবে এবার ভিন্ন এক সংবাদের শিরোনাম হলেন এই অভিনেত্রী। ১৯০ কোটি রুপি দিয়ে বাড়ি কিনছেন উর্বশী!
শোনা যাচ্ছে পানির মতো টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি কিনেছেন নায়িকা। যশ চোপড়ার বাড়ির পাশেই একটি সুসজ্জিত চারতলা বিশিষ্ট বাংলো কিনেছেন উর্বশী, যার দাম প্রায় ১৯০ কোটি রুপি!
একটি প্রতিবেদন অনুসারে, উর্বশীর নতুন বাড়িতে রয়েছে সুবিশাল বাগান, একটি ব্যক্তিগত জিম, সুইমিং পুল-সহ অবসর যাপনের সবরকম উপাদান। বাড়ির চোখ ধাঁধানো কারুকার্য দেখলে মনে হবে এই যেন সাক্ষাৎ ইন্দ্রপুরী! এই বাড়ির পাশেই যশ চোপড়ার বাংলো, যার মালিকানা ছিল পামেলা চোপড়ার নামেই।
মাস কয়েক আগেই মৃত্যু হয়েছে যশ চোপড়ার স্ত্রী পামেলার। তবে বাড়িটি সত্যিই তিনি কিনেছেন, নাকি কেনার কথাবার্তা চলছে, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে ভারতীয় শীর্ষ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অভিনেত্রীর বাড়ি কেনার খবরটি।
সূত্রের খবর অনুসারে, সাত-আট মাস আগে থেকেই নতুন বাড়ির খোঁজ শুরু করেছিলেন উর্বশী রাউতেলা।
শুরুতে লোখান্ডওয়ালাতে একটি প্রপার্টি পছন্দ হয়েছিল অভিনেত্রীর, তবে শেষমেশ জুহুতেই থাকার কথাই মনস্থির করেছেন উর্বশী। তবে এই খবর ছড়িয় পড়ার পরেই প্রতিবাদ করেছেন উর্বশীর মা মীরা রাউতেলা। তার দাবি, এই খবরটি ঠিক নয়। যদিও তিনি প্রার্থনা করেছেন, এমন দিন যেন খুব দ্রুতই আসে।
এদিকে উর্বশীর নতুন বাড়ি কেনার খবর ফাঁস হতেই শুরু হয়েছে তুমুল আলোচনার।
কটাক্ষেরও শিকার হচ্ছেন অভিনেত্রী। কেউ কেউ প্রশ্ন তুলছেন, বলেউডে তেমন কোনো কাজ না করেও এত টাকা পাচ্ছে কোথা থেকে? কেউবা বিতর্ক উস্কে দিয়ে বলছেন, ঋষভ পান্ত কিনে দিচ্ছে এই বাড়ি! তবে এই বিষয়ে উর্বশী এখনও মুখ খুলেননি।
উর্বশীকে সর্বশেষ দেখা গিয়েছিলে অখিল আক্কিনেনির চলচ্চিত্র ‘এজেন্ট’-এ, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এছাড়াও রণদীপ হুদার সঙ্গে ‘ইন্সপেক্টর অবিনাশ’-তে দেখা গেছে অভিনেত্রীকে। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাতে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি। এর পাশাপাশি ধর্মা প্রোডাকশনের আসন্ন এক চলচ্চিত্রেও দেখা যাবে উর্বশীকে। তার হাতে রয়েছে একটি আন্তর্জাতিক প্রোজেক্টও। সেখানে ‘৩৬৫ ডেজ’ খ্যাত মিশেল মরোনের সাথে স্ক্রিন শেয়ার করবেন উর্বশী।
সূত্র : হিন্দুস্তান টাইমস






