ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শুধু দুই চরিত্র নিয়েই কেন কথা হয়, অভিমানী কারিনা

কারিনা কাপুর খানের ফিল্মোগ্রাফিতে চোখ রাখলে দেখা যায়, নানা স্বাদের বিচিত্র চরিত্রে নিজেকে সবসময় মেলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু শুধু ‘গীত’ আর ‘পু’ হিসেবেই তাঁকে স্মরণ করেন বেশির ভাগ মানুষ। ‘জাব উই মেট’ ছবিতে কারিনা দুষ্টু-মিষ্টি মেয়ে ‘গীত’-এর চরিত্রে অভিনয় করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

অন্যদিকে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে আদুরে মেয়ে ‘পু’র চরিত্র করে মাতিয়েছিলেন কারিনা। আজও অনেক বলিউড নায়িকার স্বপ্নের চরিত্র ‘পু’। এই বলিউড রূপসীর অন্য চরিত্রগুলো নিয়ে কেউ তেমন একটা কথা বলে না।

এই  বিসয়ে ভারতের হিন্দি দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেবো একটু অভিমানের সুরেই বলেছেন, ‘গীত আর পুকে নিয়েই সবাই কথা বলে থাকেন।

কিন্তু আমার মনে হয়, আমার বাকি ছবি এবং চরিত্রগুলো নিয়েও সবার কথা বলা উচিত। চামেলি, হিরোইন, যুবা—এসব ছবি নিয়ে কেউ কথা বলেন না। এই ছবিগুলো আন্ডার রেটিং হওয়া সত্ত্বেও আলোচনায় উঠে আসা জরুরি। “জাব উই মেট”-এর এখন বাড়ির তৈরি খিচুড়ির মতো অবস্থা। আমার নামের সঙ্গে এই ছবিই বারবার উঠে আসে। এটা সত্যি যে ছবিটা যতবার দেখি, পুরোনো হয় না।’

আগামী ছবি ‘দ্য ক্রু’র শুটিং নিয়ে এখন ব্যস্ত কারিনা। এই ছবিতে তাঁর সাথে আছেন টাবু এবং কৃতি শ্যানন।কারিনা কাপুর খান

টাবুর সাথে এই প্রথম একসাথে পর্দায় আসতে চলেছেন তিনি। কারিনা বলেছেন, ‘আমার দিদি (কারিশমা কাপুর) টাবুর সাথে কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু টাবুর সাথে কাজ করা আমার ক্যারিয়ারে এই প্রথম। টাবু ও কৃতির সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ খুশি।’






>>>  নাটকে নিষিদ্ধ হলেন জেবা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :