বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত-সমালোচিত নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান সিনেমা জগতে যতটা না পরিচিতি পেয়েছেন, বরং তার থেকে অনেক বেশি পরিচিতি পেয়েছেন এফডিসির সর্বশেষ সাধারণ সম্পাদক পদের নির্বাচন করে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ আক্তার। সেই নির্বাচনের ফলের দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত । পরে আদালতে রায় অনুযায়ী নিপুণের কাছে হেরে গিয়েছিল জায়েদ খান।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আলোচিত ও সমালোচিত এই নায়ক। সেখানে এক পর্যায়ে বিয়ের প্রসঙ্গ উঠে আসলে জায়েদ খান বলেছেন, মেয়েদের সঙ্গে দেখা হলে মেয়েরা আমাকে অনেক ভালোবাসতে চায় । অনেকে বিয়ে করার জন্য বলে। তাদের জীবন সঙ্গিনী করার জন্য বলে। মেয়েরা বলে যে এখন আমার বিয়ে করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তান রেখে যাওয়া উচিত।
তিনি আরও বলেন, হিরোদের মধ্যে আমিই এখন একমাত্র ব্যাচেলর রয়েছি।অনেক মেয়েরাই আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায়। আমার সান্নিধ্য চায়। আমাকে তারা বিয়ে করতে চায়।
কখন বিয়ে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমি চাইলেই তো আর হবে না । কপালে যেদিন লেখা আছে সেদিনই আমার বিয়ে হবে।






