
মুক্তির আগেই রেকর্ড গড়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে প্রভাসের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র আদিপুরুষ। পাঠানের পর এই বছরে সবচেয়ে বেশি অগ্রিম বুকিংয়ের রেকর্ড গড়ে থাকে এই সিনেমাটি। প্রায় ৪ লক্ষ টিকিট অগ্রিম বিক্রি করা করেছে। প্রথম দিনের আয়ে ভারতে পাঠানের রেকর্ডও ভেঙে দিতে যাচ্ছে তা অনায়াসেই।
তবে মুক্তির পরপরই তুমুল সমালোচনার কবলে পড়েছে ওম রাওতের মহাকাব্যিক এই চলচ্চিত্রটি।
বক্সঅফিসে ‘আদিপুরুষ’ কেমন ব্যবসা করতে পারবে, সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুলোধুনো শুরু হয়েছে সিনেমাটির। সকাল থেকেই সিনেমাটির একের পর এক দৃশ্য লিক হয়ে চলেছে।
যা দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম, ট্রল। সিনেমাটির চরিত্রদের পোশাক নিয়ে, সংলাপ নিয়ে, ভিএফএক্স নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কেউ কেউ বলেছেন, ‘অভিনেতা ও অভিনেত্রী এত চড়া মেকআপ করেছেন, যা দেখে মনে হচ্ছে যুদ্ধের মাঝে চরিত্ররা পার্লার থেকে ঘুরে এসেছে। মুখ সাদা হয়ে গেছে।পোশাকেও কোন সামঞ্জস্য নেই। কোনোটাই যেন সিনেমাটির সাথে যাচ্ছে না।’
কেউ কেউ বলেছেন, ‘প্রথম দিনেই সিনেমার অনেক টিকিট বিক্রি হয়েছিল। অনেকেই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু তারা যখন প্রথম দিনের রিভিউ পড়ছেন, তাদের মন খারাপ হয়ে যাচ্ছে।
এদিকে সবচেয়ে বেশি করে সমালোচনা হচ্ছে আদিপুরুষের ভিএফএক্স-এর কাজকে নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘এত বিশাল বাজেটের চলচ্চিত্র, তাহলে ভিএফএক্স এত খারাপ মানের কেন হয়?’ কেউ কেউ সমালোচনা করে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, এটা যেন টিকটক ভিডিও।’ নেটিজেনদের একাংশের দাবি, ‘এটির থেকে কোনো কোনো ইউটিউবারের বানানো ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে।’ ইন্টারনেটজুড়ে এখন একটাই প্রশ্ন, ‘এই বিরাট বাজেটের এতগুলো টাকা খরচ হলো কোথায়?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কটাক্ষের ফলে সিনেমাটির পরবর্তী দিনের আয়েও বিরাট প্রভাব ফেলবে এমনটাই বলছেন বাণিজ্য বিশ্লেষকরা। বিখ্যাত চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ ইতিমধ্যেই টুইটারে সিনেমাটির রেটিং দিয়েছেন। মাত্র ১.৫ রেটিং দিয়ে তিনি সিনেমাটির বিষয়ে জানিয়েছেন, ‘হতাশ’। ভারতের শীর্ষ রেটিং সাইটগুলোও হতাশ হওয়ার মতেই রেটিং দিয়েছে আদিপুরুষকে।
ওম রাউতের লেখা এবং পরিচালনায় ‘আদিপুরুষ’-এর দেবতা রামের ভূমিকায় অভিনয় করে থাকেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছেন টি-সিরিজ ও রেট্রোফাইলস। হিন্দি ও তেলেগু ভাষায় একই সাথে তৈরি হয়েছে এটি। ১৬ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি।
সুত্র : হিন্দুস্তান টাইমস
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব