
ঢাকাই চলচ্চিত্রের সুপরিচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। মাঝে-মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকার চেষ্টা করেন। এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের মুক্তিপ্রতিক্ষিত ছবি ‘প্রহেলিকা’র একটি গানে মাহফুজ এর লুক দেখে মুগ্ধ হয়েছেন পরী।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালের দিকে এই ছবির ‘মেঘের নৌকা’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে অন্তর্জালে। নিজের সোশ্যাল ওয়ালে ওই গানের লিংক শেয়ার করে একটি পোস্ট করেছেন পরী।
পরীর শেয়ার করা স্ট্যাটাসটি নিম্নে হুবুহু তুলে ধরা হলো-
কী সুন্দর মিষ্টি একটা গান! যেমন সুন্দর গানের কথা, সুর, গায়কী, লোকেশন, শিল্পীরা।
কিন্তু এত সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইল মনার দিকে। মানে মাহফুজ আহমেদ। কি রোমান্টিক লুক! যাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো আপনি মনা।
চয়নিকা চৌধুরী তুমি সত্যিই আসাধারণ। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো, এটা তার আরও একটি উদাহরণ হয়ে রইল।
আমার গর্ব হয় তোমার জন্য। আমরা নিশ্চয়ই গর্ব করে বলতে পারি, আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।
বিশেষভাবে উল্লেখ থাকে যে, প্রহেলিকা'র মাধ্যমেই শবনম বুবলি ও মাহফুজ আহমেদ এক হয়ে কাজ করেছেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব