ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভেঙ্গে যাচ্ছে রাজ-পরীর সংসার

গেলো বছরজুড়ে ঢাকাই চলচ্চিত্রে আলোচনা-সমালোচনা ছাপিয়ে থাকা কৌতুহলী দুটি নাম, পরীমনি ও শরিফুল রাজ। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার স্যুটিং সেট থেকে পরিচয়টা শুরু হলেও সম্পর্কটা শেষ হতে যাচ্ছে ডিভোর্স এর মাধ্যমে।

রাজ-পরী

গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করে তারা এবং পরীমনির অন্তঃসত্ত্বা হাওয়ার বিষয়টি সামনে এলে নানা সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে।

কেননা, তার কিছুদিন আগেই পরীমনি মাদক মামলায় জেল থেকে মুক্তি পেয়েছিলো। পরে ২১ জানুয়ারি ব্যাপক আয়োজনে হলুদ সন্ধ্যা এবং ২২ জানুয়ারি বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তারা এক ছাদের নিচে বসবাস শুরু করে।

পরীমনি তখন ঘোষণা দিয়েছিলো, রাজের মতো জীবনসঙ্গী ই নাকি সে খুঁজছিলো এবং মৃত্যুর পরেও তার সাথে এক কবরে পর্যন্ত থাকতে চেয়েছিলো। অথচ সবকিছু চুকে গেল তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। পরীমনি তার টাইমলাইনে লিখেছে, একটা অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে মুক্ত শ্বাস নেওয়ার মতো আনন্দের আর কিছু নেই।

পরী-রাজ-মীম

এর আগে গুঞ্জন উঠেছিলো বিদ্যা সিনহা মীম কে নিয়ে রাজের পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে। তবে কি সেই রসায়ন কে কেন্দ্র করে ভেঙ্গে গেলো পরীমনির পঞ্চমতম স্বামীর সংসারটিও!

>>>  এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :