ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবা হারালেন অভিনেতা তাহসান খান

দৈনিক স্লোগান, সারাদেশ

জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করেই বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হয়ে থাকবে।

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় আনা হয়েছিল।

তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়। 

>>>  কমতে পারে বৃষ্টি প্রবণতা, বজ্রপাতে নিহত ৬

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :