ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাফটা ২০২৩’ পুরস্কার জিতলেন যারা

দৈনিক স্লোগান, বিনোদন


বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে মর্যাদাপূর্ণ ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের রয়্যাল ফেস্টিভালে অনুষ্ঠিত হয়েছে এবারের বাফটা। এই জমকালো অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ২০২২ সাল জুড়ে ব্রিটিশ টেলিভিশনের ব্যতিক্রমী কৃতিত্বকে সম্মান জানানো। এই বছর বাফটায় বিবিসি ওয়ানের জনপ্রিয় ড্রামা ‘দ্য রেসপন্ডার’ সর্বাধিক সংখ্যক মনোনয়ন অর্জন করেছে যার মধ্যে মোট চারটি বাফটা ঘরে তুলেছে ড্রামাটি। এছাড়াও কেট উইন্সলেটের ‘আই এম রুথ’ ছিল পুরস্কার জয়ের পাশাপাশি শীর্ষ আলোচনায়।

এই বছর সেরা ড্রামা হিসেবে বাফটা পুরস্কার ঘরে তুলেছে ‘ব্যাড সিস্টারস’। সেরা মিনি টিভি সিরিজ হিসেবে বাফটা পেয়েছে ‘মুড’। সেরা আন্তর্জাতিক টিভি সিরিজের পুরস্কার ঘরে তুলেছে নেটফ্লিক্সের ‘দাহমার – মনস্টার: জেফরি দাহমার স্টোরি’।

এই বছর সেরা অভিনেত্রীর বাফটা পুরস্কার অর্জন করেছেন হলিউড তারকা কেট উইন্সলেট। ‘আই এম রুথ’ ড্রামায় অভিনয়ের জন্য এই পুরস্কার ঘরে তোলেন কেট। অপরদিকে সেরা অভিনেতার বাফটা পেয়েছেন বেন হুইশাও। বিবিসি ওয়ানের ড্রামা ‘দিস ইজ গোয়িং টু হার্ট’ থেকে এই কৃতিত্ব অর্জন করেছেন অভিনেতা।

‘অ্যাম আই বিয়িং আনরিজনেবল’ থেকে সেরা কমেডি অভিনেতা হিসেবে বাফটা পেয়েছেন লেনি রাশ। ‘ডেরি গার্লস’ থেকে সেরা কমেডি অভিনেত্রী হিসেবে বাফটা পেয়েছেন সিওবান ম্যাকসুইনি। 

পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বাফটা পেয়েছেন ‘ব্যাড সিস্টারস’ থেকে অ্যান মেরি ডাফ। সেরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে বাফটা ঘরে তুলেছেন ‘দ্য ট্রেইটারস’ থেকে ক্লডিয়া উইঙ্কেলম্যান। এছাড়াও ২৮ টি ক্যাটাগড়িতে এ বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন বিজয়ীরা।

এই বছর বাফটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রতিভাবান কৌতুক অভিনেতা রব বেকেট ও রোমেশ রঙ্গনাথন। অনুষ্ঠানটি সম্প্রচার পরিচালনা করে বিবিসি ওয়ান।

>>>  বিচ্ছেদের পথে হাঁটছেন নেহা কক্কর?

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :