
বেঙ্গল সিমেন্ট নিবেদিত আরটিভি'র গানের রিয়েলিটি শো 'বাংলার গায়েন' এ যৌথভাবে রানার্সআপ আপ হয়েছে শান্তা ইসলাম ও সাথী আক্তার। শান্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। প্রায় ২৭ হাজারের ও বেশি প্রতিযোগী নিয়ে শুরু হলেও স্টুডিও অডিশনে টিকে ছিলো মাত্র ১৫০ জন। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনাল। তাতে চ্যাম্পিয়ন হয় বাঁধন মোদক।

পুরো অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন সঙ্গীত শিল্পী শওকত আলী ইমন, ইমন সাহা ও কবির বকুল। চূড়ান্ত পর্বে ছয়জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় জমকালো অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল শিল্পী শফি মন্ডল, রফিকুল আলম এবং আবিদা সুলতানা।
আরজু আহমেদ এর প্রযোজনা ও মাহমুদা মাহা'র উপস্থাপনায় গ্রান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেন 'বাংলা লোকগানে আধুনিক সরঞ্জাম ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে লোকগান আরও জনপ্রিয় হয়ে উঠেছে।'
অনুষ্ঠানের মঞ্চে প্রতিযোগীদের সাথে গান পরিবেশন করেন নোলক, কোনাল, রন্টিদাশ, রাশেদ, কিশোর ও আশিক।
সবশেষ আতশবাজির ঝলকানিতে শেষ হয়, জমকালো এ আয়োজন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব