
নারীর পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সালমান খান। সম্প্রতি তার সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্যই জনালেন অভিনেত্রী পলক তিয়ারি। সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'সালমান স্যারের সঙ্গে একটি অ্যাড ফিল্ম্ করেছিলাম। অনেকেই এটা জানেন না। সালমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনও মহিলা তাঁর সেটে থাকবে তাদের পোশাকের নেকলাইন যেন উঁচু থাকে। এবং মেয়েরা যেন তাদের শরীর ঠিকঠাক মতো ঢেকে রাখে।'
একই নিয়মটি জারি ছিল সম্প্রতি মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটেও। অন্যদিকে নায়ক হয়ে সিনেমার পর্দায় সালমান খান প্রায়শ শার্ট খুলে শরীর প্রদর্শন করেছেন। খালি গায়ে মারামারি করেছেন ভিলেনের সঙ্গে। অথচ নায়িকা তথা নারীদের জন্য তার ‘শালীন’ পোশাকের নিয়ম জুড়ে দেয়ার এই স্বভাবকে অনেকেই ‘দ্বিমুখিতা’ বলেই কটাক্ষ করছেন।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভাইজান। আপ কি আদালত-এ এসে অভিনেত্রী পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, ‘একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় মহিলাদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় মহিলাদের শরীর যতটা ঢাকা থাকবে ততটাই ভালো হবে। এনিয়ে আমার কোনও দ্বিচারিতা নেই।’
এই নিয়ম কি শুধু মহিলাদের জন্য? সালমান বলেন, ‘আসলে সমস্যাটা মহিলাদের নিয়ে নয়। পুরুষদেরও। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।’
নিজের মন্তব্যের সমর্থনে সালমান আরো বলেছেন, ‘সবাই জানে আমরা কখনো কখনো নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনও ছবির শ্যুটিং করি তখনই খেয়াল করা উচিত আমরা যেন সংযম হারিয়ে না ফেলি।’
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব