ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে হিন্দি সিনেমা মুক্তির অনুমোদন, ঈদের পরে ‘পাঠান’

দৈনিক স্লোগান ,বিনোদন



নানা নাটকীয়তার পর অবশেষে দেশে ভারতীয় সিনেমা মুক্তি দেয়ার অনুমতি পাওয়া গেছে। ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই অনুযায়ী প্রতি বছরে ১০টি করে ভারতীয় সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে।

এর আগে শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন। গত ১৯ ফেব্রুয়ারি এসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এই সংক্রান্ত একটি প্রস্তাবনা তুলে দেয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে।

পরে জানানো হয় যে, শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানি করাতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আশ্বাসও দিয়ে থাকেন তথ্যমন্ত্রী। এরপরই মিললো এই অনুমতি।

>>>  ঢাকার কনসার্টে গাইবেন অনুপম রায়

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :