
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন টালিউডের ছোটপর্দার অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুটিং সেরে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন তিনি। জানা গেছে, ‘গৌরী এল’ সিরিয়ালের এই অভিনেত্রী শুটিং শেষ হওয়ার পর শনিবার রাতে বাইক ট্যাক্সিতে করে পানিহাটি রেলওয়ে পার্কে তার বাড়িতে ফিরছিলেন। সেই সময় একটি লরির সাথে বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গুঁড়ো হয়ে যায় তার মাথার হেলমেট। ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রা।
পুলিশ সূত্রে জানা গেছে, বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘাতক লরিটিকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, বরাহনগরের মোড়ের কাছে ওই বাইকের সামনে আচমকা একটি সাইকেল চলে আসে। ফলে বাইকের চালক কড়া ব্রেক ধরেন। ফলে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। এমন সময়ই পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী’তে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। তার মৃত্যুর খবর প্রকাশের পরে শোকের ছায়া নেমে এসেছে টালিপাড়ায়।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব