এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে যেমন শাকিব খান অভিনীত ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার জিত অভিনীত সিনেমা ‘চেঙ্গিজ’।অবশ্য প্যান ইন্ডিয়া সিনেমা ‘চেঙ্গিজ’ অন্যান্য ভাষায়তেও মুক্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশে ঈদে মুক্তির দুই সপ্তাহে ভালো ব্যবসাও করেছে ‘লিডার’। প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ‘চেঙ্গিজ’ সিনেমাও ভালো ব্যবসা করছে। তবে ভাষাগত দিক দিয়ে বিবেচনা করলে বাংলা ভাষায় মুক্তি পাওয়া দুই সিনেমার গানের মধ্যে এগিয়ে রয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি। যদি সামগ্রিক ভারতবর্ষের গান হিসেবে ধরা হয় তাহলে এভাবে বিশ্লেষণ করা যাবে- অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানটি স্ট্রিমিং হয়েছে ৩০ লাখ বার । হিন্দি ভার্সনে গানটি স্ট্রিমিং হয়েছে প্রায় ২০ লাখ বার।
যেহেতু এখানে ভাষাগত বিষয়ে কথা হচ্ছে, কথা হচ্ছে দুই বাংলার। সেদিক থেকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী – অরিজিত সিংয়ের গাওয়া ‘এভাবে কে ডাকে’ গানের চেয়ে এগিয়ে রয়েছে জাহিদ আকবরের লেখা এবং নাভেদ পারভেজের সুর এবং সংগীতে ইমরান-কোনালের গাওয়া ‘সুরমা সুরমা’ গানটি। বাংলা ভাষায় ‘এভাবে কে ডাকে’ স্ট্রিমিং হয়েছে ৩০ লাখ বার আর ‘সুরমা সুরমা’ স্ট্রিমিং হয়েছে প্রায় ৪০ লাখ বার।
অন্যদিকে ‘সুরমা সুরমা’ মুক্তি পায় ১৯ এপ্রিল আর ‘এভাবে কে ডাকে’ গানটি মুক্তি পায় ৮ এপ্রিল। এদিক থেকেও এগিয়ে বাংলাদেশের শাকিবের সিনেমার এই গানটি।
ইমরান বলেন, ‘কলকাতায় ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চেঙ্গিজ ছবি এবং গান। জিতের রোম্যান্টিক গানটি অরিজিত সিং গেয়েছেন। এত বড় কম্বিনেশনের পর বাংলাদেশের শাকিব ভাইয়ের আমার ও কোনালের গানটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। শুধু চেঙ্গিজের গান নয়, বাংলা ভাষার ছবির যত গান এসেছে, ঈদে সবচেয়ে এগিয়ে সুরমা সুরমা গানটি। আসলে দর্শক শাকিব ভাইকে কতখানি পছন্দ করেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।’
এই গানের গীতিকার জাহিদ আকবর বলেন, ‘আমার গান লেখার জীবনে দ্রুত এত সাড়া পাইনি কোনো গানেই। ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানের ভিউ শীর্ষে- এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কি! এত দর্শকনন্দিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’






