আসন্ন ঈদকে সামনে রেখে নুসরাত ফারিয়া অভিনীত ‘বুঝি না তো তাই’ নামের একটি গান মুক্তি পেতে যাচ্ছে। এতে নুসরাত ফারিয়ার সাথে রয়েছেন মামজি স্ট্রেঞ্জার। এসভিএফ-এর প্রযোজনায় বাবা যাদবের পরিচালনায় এই গানটির শুটিং হয়েছে বিদেশের একটি সমুদ্র সৈকতে।
সম্প্রতি এই মিউজিক ভিডিটির একটি টিজার প্রকাশ করা হয়েছে । আর এই টিজারেই দেখা বেশ খোলামেলাভাবেই নুসরাত ফারিয়াকে দেখা যায়। রমজানের শুরুতেই টিজারটি প্রকাশ হয়েছে।
তবে আজ সোমবার (২৭ মার্চ)”বুঝি না তো তাই” গানের একটি স্থিরচিত্র ফেসবুক পেইজে প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। আর এতেই, নেটিজেনরা করছেন সমালোচনা। তারা অনেকেই রমজান মাসে এমন একটি ছবি প্রকাশের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।
নুসরাত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কিন্তু আমার ব্যক্তিত্ব হচ্ছে ৬ ফুট ১ ইঞ্চি।’
একজন লিখেছেন, আমি তোমাকে অনেক পছন্দ করি আপু। কিন্তু রোজাতে এই গুলো ছবি দিও না, তাও আবার দিনের বেলাতে।
আরেকজন লিখেছেন, রোজা রমজানে এসব ছবি পোস্ট করা একদমই ঠিক নয়।
এছাড়া ছবি প্রকাশের জন্য অসংখ্য নেটিজেনরাই সমালোচনা করেছেন এই ছবির।






