ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

একডজন সিনেমা ও ওয়েব সিরিজ আসছে ‘ফিল্ম সিন্ডিকেট’

দৈনিক স্লোগান, বিনোদন

প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট যাত্রা শুরুর তিন বছরের মধ্যেই নির্মাণ করেছে তাকদীর, ঊনলৌকিক, কারাগার ও কাইজারের মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলো।

সোমবার ‘গো উইথ ক্রো’ শিরোনামে এক অনুষ্ঠানে নিজেদের আসন্ন ১২টি প্রকল্পের নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরমধ্যে রয়েছে সাতটি ওয়েব সিরিজ ও পাঁচটি পূর্ণদৈর্ঘ‌্য চলচ্চিত্র।

মীর মোকাররম হোসেনের উদ্যোগে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী ও রেহমান সোবহানকে নিয়ে ২০২০ সালে যাত্রা করেছে ফিল্ম সিন্ডিকেট।

তাদের অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, সাজ্জাদ খান, অভিনেতা তারিক আনাম খান, জাহিদ হাসান, আরিফিন শুভ, সায়মন সাদিক, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, দিলরুবা দোয়েল, লেখক মশিউল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আয়মান আসিব স্বাধীন, হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিসহ দেশের চলচ্চিত্র জগতের অনেক তারকারাই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফিল্ম সিন্ডিকেটের পরিকল্পিত ১২টি প্রযোজনার ঘোষণা দেন নির্মাতা ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ শাওকী।

তিনি বলেন, ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ এবং ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’ ওয়েব সিরিজগুলোর কাজ ইতোমধ্যে চলছে। পাশাপাশি চলছে ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ এবং ‘হেল ব্রোক লুজ’ নামের পাঁচটি সিনেমার কাজও।

কাইজার’র এর সাফল্যের ধারাবাহিকতায় তানিম নূর নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য ক্রাইম থ্রিলার ‘লোহানী’ এবং রহস্য ঘেরা সিরিজ ‘পেন্ডুলাম’। রহস্য সিরিজ ‘গুলমোহর’ ও ফিচার ফিল্ম ‘বাইপাস’ নির্মাণ করবে সৈয়দ আহমেদ শাওকী।

এদিকে কোক স্টুডিও বাংলার ভিজুয়াল ডিরেক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নিয়ে আসছে সাই-ফাই ওয়েব সিরিজ ‘ডেল্টা ২০৫১’।

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস বিজয়ী ওয়েব সিরিজ ‘জাগো বাহে’-এর নির্মাতা সালেহ সোবহান অনীমের তৈরি করবেন ফিচার ফিল্ম ‘খোঁয়াড়ি’ এবং ‘পুলসিরাত’।

পুনর্জন্ম ফ্র্যাঞ্চাইজিখ্যাত ভিকি জাহেদ নির্মান করবেন সাইফাই রহস্য থ্রিলার সিরিজ ‘অদানব’, ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে।

>>>  সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অন্যদিকে পরিচালক রবিউল আলম রবি ফিরছেন ‘ঊনলৌকিক-২’ নিয়ে। তার পরিচালিত প্যারানরমাল জঁনরার অ্যান্থলজি সিরিজের প্রথম সিজন ২০২১ সালে বাঙালি দর্শকদের মনোজগতে আলোড়ন তুলেছিল।

থ্রিলার রহস্য ড্রামা অ্যান্থলজি ‘দ্বৈত’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন কাইজারের লেখক আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। পাশাপাশি ড্রামা ফিল্ম ‘হেল ব্রোক লুজ’-এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজীব রাফি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :