ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইনজুরিতে জনি, হাসি-খুশি অ্যাম্বার

দৈনিক স্লোগান, বিনোদন

হলিউড ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছেন হলিউড বিখ্যাত তারকা অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে আইনি লড়াইয়ে হারার পর একদম বিধ্বস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। তখন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। গত বছর একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে পাড়ি জমায় হার্ড।

এর পর থেকে স্পেনে বেশ মানিয়েই নিয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী। এর মধ্যেই এসেছেন মিডিয়ার সামনে। কথাও বলেছেন পাপারাৎসিদের সাথে। এবার এক বইমেলা থেকে ফেরার পথে আবারও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন অ্যাম্বার।

‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রী রবিবার মাদ্রিদে এক বন্ধুর সাথে একটি বইমেলায় গিয়েছিলেন। সেখানেই তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎসিরা। বেশ হাসিখুশিই দেখা গেছে এই অভিনেত্রীকে। তার পরনে ছিল কালো পোশাক।

ম্যাচিং কালো লেগিংস ও কালো স্নিকার্সসহ একটি টি-শার্ট, একটি ভিজার এবং একটি পার্স তার কোমরে ঝোলানো ছিল। মেলা থেকে বই ভর্তি একটি কাপড়ের ব্যাগও বহন করছিলেন তিনি। 

গত বছরের বিতর্কিত মানহানি মামলার বিচারের পর গত মাসে একাধিকবার মাদ্রিদে দেখা গেছে হার্ডকে। এদিকে পায়ে ইনজুড়ি থাকার কারণে নিজের আসন্ন মিউজিক্যাল সফর বাতিল করেছেন হলিউড অভিনেতা-পরিচালক জনি ডেপ। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা গোড়ালির আঘাতের কারণে তার সংগীত সফর বাতিল করার ঘোষণা দেওয়ার পরেই হার্ডকে এমন হাসিমুখেতে দেখা গেছে।

তাই অনেকেই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও অ্যাম্বার হার্ড প্রাক্তন স্বামী সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করেননি।

জনি সাম্প্রতিক সময়ে কান উৎসবে তার উপস্থিতির পরে গোড়ালিতে একটি আঘাত পেয়েছেন ও তার ডাক্তার তাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এই কারণেই নিজের ব্যান্ড দলের সফরটি বাতিল করা হয় বলে জানা গেছে।

অ্যালিস কুপার, জো পেরি ও টমি হেনরিকসেনের সমন্বয়ে গঠিত ব্যান্ডটি সোমবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছে যে তাদের আগামী সপ্তাহের তিনটি মার্কিন সফরকে বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে তার ব্যান্ডটি।

>>>  টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’টেলর সুইফট

সূত্র : পেজ সিক্স

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :