ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অ্যাম্বার হার্ডকে গুগলে বেশি খোঁজার কারণ

বর্তমান সময়ে বহুল আলোচিত তারকা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা জনি ডেপ ও ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। হার্ড জনির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেছিল। দীর্ঘ কয়েক বছর পর মামলাটি চলার পর চলতি বছরে ১ জুন জুরিবোর্ড ডেপের পক্ষে রায় দেয়। এতে খুশি ডেপের ভক্ত, অনুরাগীসহ পুরো নেটজনতা। অন্যদিকে হার্ডের বিপক্ষে সবার তৈরি হয় নেতিবাচকতা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, অ্যাম্বার হার্ডকে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে ৫ দশমিক ৬ মিলিয়নবার খোঁজা হয়েছে। কাকতালীয়ভাবে দ্বিতীয় অবস্থানে আছেন তার সাবেক স্বামী জনি ডেপ। একই সময়ে ৫ দশমিক ৫ মিলিয়নবার খোঁজা হয়েছে তাকে। অভিনেতাদের মধ্যে ডেপ আছে সবার শীর্ষে। মনে করা হচ্ছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়ে আলোচিত এই জুটির মামলাই তাদের বেশি খোঁজার কারণ।

আর এই জুটির পরপরই গুগলে খোঁজার তালিকায় প্রথম দিকে আছেন ইলন মাস্ক, কিম কার্ডাশিয়ান, রানি দ্বিতীয় এলিজাবেথ, পেট ডেভিডসন, টম ব্র্যাডিসহ অন্যরা।

ইলন মাস্ক টুইটার প্রসঙ্গে আলোচিত ছিলেন। কার্ডাশিয়ানের সঙ্গে পিট ডেভিডসনের বিচ্ছেদ প্রসঙ্গ দিয়ে আলোচনায় ছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুও বেশ আলোচিত ঘটনা। পাশাপাশি এ বছর অস্কারে চড়কাণ্ড ঘটিয়ে অভিনেতা উইল স্মিথকেও গুগলে খুঁজছে মানুষ।

>>>  নিউইয়র্ক মাতালেন নগরবাউল জেমস

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :