ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । আজ ২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (বি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

যেসব ভর্তি-ইচ্ছুক পরিক্ষার্থী পরিক্ষাকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যাল নির্বাচন করেছিল তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ৩টি উপকেন্দ্রে সাজানো হয়েছে। উপকেন্দ্রের মধ্যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে, নটর ডেম কলেজে এবং উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা সৈয়দ খালিদ বিন আলম নামে এক ভর্তি-ইচ্ছুক জানিয়েছেন, পরিক্ষার মান যথেষ্ট ভালো ছিল,পরিক্ষা মোটামুটি হয়েছে।তবে দেখা গেছে আমার ইন্টারে যুক্তিবিদ্যা ছিলোনা কিন্তু যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসছে।

শাহালম সাজু নামে একজন শিক্ষার্থী বলেছেন, বাংলা ও ইংরেজি প্রশ্ন অনেক ভালো ছিল।কিন্তু সাধারণ জ্ঞানে একটু সমস্যা হয়েছে।কারন এখানে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেছেন, প্রশ্ন সিলেবাসের মধ্যেই করা হয়েছে। যারা তুলনামূলক একটু দেরি করেও কেন্দ্রে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমরা পরিক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি, কাউকে ফিরিয়ে দেইনি। এবং প্রশ্ন ফাঁসেরও কোনো রকম সম্ভাবনা নেই আমরা কঠোর সতর্কতা অবলম্বন করিছি।

বি ইউনিটের পরিক্ষা সফল করার জন্য সর্বাত্নকভাবে সাহায্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি, রোভার স্কাউটস, রেঞ্জার্স ইউনিট, পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।

>>>  জবির কলা অনুষদের নতুন ডীন হোসনে আরা বেগম

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :