ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল জবি ছাত্রলীগের সাঈদ

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কৃষকদের পাশে দাঁড়াতে এই মৌসুমের ধান কাটায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চলমান এই কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের এক কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রনেতা মো. সাইদুল ইসলাম সাঈদ ও তার সহকর্মীরা।

ধান কাটার ফাঁকে সাঈদ ও তার সহকর্মীবৃন্দ

গত বৃহস্পতিবার সাঈদ নিজ উদ্যেগে তার ইউনিয়ন এবং কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নিয়ে ধান কেটে বাড়ি পৌছে দেন।

এ বিষয়ে তিনি দৈনিক স্লোগান প্রতিনিধিকে বলেন, ছাত্রলীগের কর্মীরা রাজপথে লড়াই করতে জানে, স্লোগানে মুখরিত করতে জানে এবং প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে জানে। প্রতিষ্ঠালীন সময় থেকে দেশের যেকোনো সংকটে, সংগ্রামে, প্রয়োজনে মানুষের পাশে থাকে সর্বদা বাংলাদেশ ছাত্রলীগ, আর তারই ধারাবাহিকতায় আমাদের এ ক্ষুদ্রতম প্রয়াস।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটা ও কৃষকের ঘরে ধান পৌছে দেওয়ার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং নিচ্ছেন। ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের ধান কাটার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

>>>  জাতিসংঘ ও এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা করবে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :