ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সচিব অপূর্ব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ চৌধুরীকে আহ্বায়ক ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার ( ১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক শেয়ারবিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ (পনের) এর বিশেষ পরিস্থিতির ভিত্তিতে আজ ১১/০৬/২০২৩ তারিখে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য সমিতির ধারা ৯ (নয়) অনুযায়ী ৪ (চার) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

>>>  জবিতে ২য় মেধা তালিকায় ভর্তি ও কাগজপত্র জমাদানের নির্দেশ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :