ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জবিতে ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৩-২৪ অর্থবছরে ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এই বছর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা৷ যা মূল বাজেটের ২ দশমিক ১২ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা৷ অর্থাৎ গবেষণা খাতে গত বছরের তুলনায় বরাদ্দ ৭২ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এই বাজেট পাস হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ হজ্বে থাকায় অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী মো: নাসির উদ্দীন বাজেট উপস্থাপন করে থাকেন।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা; যা মূল বাজেটের ৭৭ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা পণ্য-সেবা বাবদ সহায়তা ও পেনশন খাতে বরাদ্দ যথাক্রমে ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং ৪ কোটি ৭৩ লাখ টাকা।

এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে ৭ লাখ, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ এবং অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নীট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।

প্রসঙ্গত, এর আগে ২০২২-২৩ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেটের ঘোষণা করা হয়েছিল। গত ২২ মে ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

>>>  ফাঁকা আসন পূরনের লক্ষ্যে গণআবেদন আহ্বান জবি কতৃপক্ষের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :