ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জবিতে ‘ স্টুডেন্টস এটিটিউডস অন হুইসেলব্লোয়িং’ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্টুডেন্টস এটিটিউডস অন উইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায়  ‘ হুইসেলব্লোয়িং এন্ড ভার্চুয়াল হুইসেলব্লোয়িং ইন বাংলাদেশ’ বিষয়ে সেশন পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান, ” পাবলিক ইন্টারেস্ট ইনফরমেশন ডিসক্লোসার এ্যাক্ট-২০১১’  বিষয়ে সেশন পরিচালনা করেন উক্ত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ‘ সিকনিফিকেন্স অব হুইসেলব্লোয়িং’ বিষয়ে সেশন পরিচালনা করেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের প্রভাষক ফয়সাল জামান শিশির।

উদ্বোধনী সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. নঈম আকতার সিদ্দিক, প্রকল্প সহকারী মাহফুজুর রহমান ওয়ার্কশপ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান  বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন মাশরাফি, সহকারী অধ্যাপক শরীফ নূরজাহান, সহকারী অধ্যাপক রাকিবা সুলতানা রত্না, সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার প্রমুখ।

উল্লেখ্য, উক্ত কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

>>>  জবির মিলনায়তন সংস্করণে আড়ই কোটি টাকা বরাদ্দ মন্ত্রীর

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :