ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জবিতে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক স্লোগান, শিক্ষাঙ্গন

স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘স্যার আরএ ফিশার ১ম বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।  এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুসাররাত রহিম। এতে বিশ্ববিদ্যালয়ের

সোমবার (২০ মার্চ)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো: রিপন রউফ বলেন, ‘আমি কখনো বিতর্ক করিনি তবে বিতর্ক করা আমি পছন্দ করি। আমার শিক্ষার্থীদেরকে সবসময় পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো তে অংশগ্রহণ করতে উৎসাহিত করি। বিভাগের শিক্ষার্থীরা বিতর্ক, আবৃত্তি সহ সকল কার্যক্রমে এগিয়ে যাক সেই প্রত্যাশা রইলো।’

উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবনা ছিলো ৩টি- কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে হতে হয়… ; মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে, মিলে মিশে ছিল দুটো… ; আজি রক্তস্নানের প্রহর বিনাশে জাগিছে…।

এছাড়া, প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়েছিলেন তৌফিকুল ইসলাম এবং ২য় রানারআপ রুপা আক্তার বিউটি। বিচারক হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক ও হাউজ অফ ডিবেটরস এর যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা বেগম, সহযোগী অধ্যাপক ড. মো: আতিকুল ইসলাম, সহকারী প্রক্টর শাহানাজ পারভীন এবং ক্লাবের মডারেটর ও সহযোগী অধ্যাপক শাহজাদী আইরিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিতার্কিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

>>>  প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষকরা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :