আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটি দিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)। আগামি ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম। ছুটির আগে এবং পরে শুক্রবার এবং শনিবার হওয়ায় মোট ১৬ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন ২০২৩ (রবিবার) থেকে আগামী ০৬ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২৫ জুন ২০২৩ থেকে ৩ জুলাই ২০২৩ (সোমবার) পর্যন্ত সকল ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।








