ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৯ থেকে ২৩ এপ্রিল, ১৯ দিনের ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা । তবে শুক্রবার ও শনিবার মিলে মোট ছুটি হবে ২৩ দিনের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে ছুটির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যি ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল,রবিবার থেকে ২৭ এপ্রিল,বৃহষ্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১৮ই এপ্রিল মঙ্গলবার হতে ২৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত এবং মে দিবস উপলক্ষে ১’লা মার্চ সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

>>>  ভালো কাজের পাশে সর্বদা জবিস্থ নটরডেমিয়ান সোসাইটি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :