ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানে না ফু-ওয়াং ফুড

হটাৎ অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড এর শেয়ারের মূল্য। গত ২ জুলাই থেকে কোম্পানিটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। যদিও কীসের ভিত্তিতে শেয়ারের দাম বাড়ছে সেই সম্পর্কে কোন ধারণা নেই কোম্পানি কর্তৃপক্ষের। 

রোববার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সূত্রে এই তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য মতে, গত ২ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৩ টাকা ৫০ পয়সা। সেখান থেকে শেয়ার প্রতি প্রায় ১২ টাকা বেড়ে রোববার লেনদেন শুরু হয় ২৫ টাকা ২০ পয়সায়। কোম্পানিটির দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলেই মনে করছে ডিএসই।

হঠাৎ করে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চেয়ে তার জন্য গত ৬ জুলাই নোটিশ দেয় ডিএসই কর্তৃপক্ষ। এই নোটিশের জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারটির দাম বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

২০০০ সালে তালিকাভুক্ত করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ‘বি’ ক‍্যাটাগরিতে রয়েছে। সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার কোম্পানিটি।

>>>  দেশ ও জাতির উন্নয়নে ভ্যাট ও কর দিতে হবে: সিটি মেয়র

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :