
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে প্রায় ৪২টি ট্রাকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এসেছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আরও ৪২টি ট্রাকে করে ভারত থেকে আমদানি করা ৮৮৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসব পেঁয়াজ বাংলাদেশে আসে।
কৃষি মন্ত্রণালয় থেকে গত রোববার জানায়, আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা। এরপরই পাইকারি বাজারে পেয়াজের দাম কমতে শুরু করে।
হিলি স্থলবন্দরে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ওরফে প্রতাব মল্লিক দৈনিক স্লোগানকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৪২টি ট্রাকে পেঁয়াজ এসেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, আগামীকাল হিলি বন্দর দিয়ে ভারতের নাসিক এবং মধ্যপ্রদেশ থেকে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আসার কথা রয়েছে। এলসি অনুযায়ী সব পেঁয়াজ দেশে এলে স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসবে।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির দ্বিতীয় দিনেই প্রভাব পড়েছে স্থানীয় পাইকারি এবং খুচরা বাজারে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম প্রকারভেদে পড়েছে ২৮ থেকে ৩২ টাকা। আর পাইকারি ব্যবসায়ীদের কাছে সেই পেঁয়াজ ৩৪–৩৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।
বিরামপুর নতুন বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, ‘আজ সন্ধ্যায় হিলি বাজারে আমদানিকারকদের গুদাম থেকে ভালোমানের নাসিক জাতের পেঁয়াজ ৩৭ টাকা কেজিতে কিনেছি। বুধবার সকালে বাজারে এই পেঁয়াজ পাইকারি ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি করব।’
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলাবাজারে বিভিন্ন দোকানে দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব