
আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিন ধরে স্বর্ণের দাম বাড়ছিল। অবশেষে সোমবার নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
এতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার ও দেশটির জাতীয় ঋণ সীমা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে নন-ইল্ডিং বুলিয়ন আকর্ষণ হারিয়ে যায়।
এই কার্যদিবসে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৭৩ ডলার ৪০ সেন্ট এ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি করা হয়েছে ১৯৭৪ ডলার ৮০ সেন্টে।
এদিন ঋণের পরিসীমা বৃদ্ধি নিয়ে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি। সেদিকে নজর রাখছেন ব্যবসায়ীরা।
কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জিম ওয়াইকফ বলেন, ডলারও ঘনিষ্ঠভাবে দেখছেন বুলিয়ন ব্যবসায়ীরা। এতে স্বর্ণ কেনাও কমেছে তাদের।
এছাড়া আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড। এই সম্ভাবনায় মূল্যবান এই ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব